মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ রেলের ইউনিয়ন নির্বাচনকে কেন্দ্র করে উত্তর চব্বিশ পরগণার ব্যারাকপুর স্টেশনে দেদার ভাঙচুর চললো। ফলে উত্তপ্ত পরিস্থিতি সামাল দিতে আরপিএফ নামে। কিন্তু, ততক্ষণে গোটা স্টেশন চত্বর রণক্ষেত্রের আকার ধারণ করে।
অভিযোগ, “আচমকা প্রায় কুড়ি থেকে পঁচিশ জনের একটি দল এসে ভাঙচুর চালাতে শুরু করে। বেশীরভাগই বহিরাগত ছিল। কংগ্রেস ও বাম সমর্থিত ক্যাম্পে ভাঙচুর চালানো হয়। ERMC এবং ERMU এর বুথ ক্যাম্পেও ভাঙচুর চলতে থাকে। প্ল্যাটফর্ম থেকে রেল লাইন, সর্বত্র ভাঙা চেয়ার, ছেঁড়া পতাকা পড়ে থাকতে দেখা যায়। বেশ কয়েকজনের মাথাও ফেটে গিয়েছে।” তবে এই অশান্তি কে বা কারা করেছে? তা নিয়ে ধোঁয়াশা তৈরী হয়েছে। বিরোধীরা অবশ্য তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুলছে।
Sponsored Ads
Display Your Ads Here
আর তৃণমূলের ক্যাম্পে গেলে দেখা যায়, সেখানে কোনো ভাঙচুরের ঘটনা ঘটেনি। এমনকি দলীয় পতাকাও অক্ষত রয়েছে। এদিকে তৃণমূলের তরফে বলা হয়েছে, “আমরা অশান্তি চাই না। আমরা শান্তিপূর্ণ ভোট চাই। আমরা কিছুই করিনি। কারা করেছে সেটাও বলতে পারব না।”
Sponsored Ads
Display Your Ads Here