অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ আজ আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে ধর্মতলায় বিক্ষোভ চলছিল। আর পুলিশ এই বিক্ষোভ সরাতে গেলেই আইএসএফ কর্মীদের সাথে প্রবল ধস্তাধস্তি শুরু হয়। এমনকি নওশাদ সিদ্দিকীর সাথে ব্যাপক তর্কাতর্কি চলে। আর ধড়পাকড়ও চলতে থাকে। ইতিমধ্যে নওশাদ সিদ্দিকী আটক হয়েছেন। তাঁকে প্রিজন ভ্যানে তোলা হয়েছে।
জানা গেছে, নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে আইএসএফ সংশোধিত ওয়াকফ আইন ও SIR এর প্রতিবাদে পথে নামে। কিন্তু পুলিশের দাবী, “আইএসএফ এই মিছিলের অনুমতি নেয়নি।” এরপর মিছিল ধর্মতলার মেইন রোডের কাছে আসতেই পুলিশের তরফে মিছিল সরাতে বলা হয়। তবে নওশাদ সিদ্দিকী তাতে রাজি হননি। তারপর আইএসএফ কর্মীরা ওয়াই চ্যানেলে ধর্নায় বসে পড়েন।
ইতিমধ্যেই জাতীয় পতাকা হাতে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। সাথে নওশাদ সিদ্দিকীকেও আটক করা হয়। এরপরই তিনি পুলিশকে প্রশ্ন করেন, “কেন এমন করছেন? আমায় তো হাতমোড়া করতে চাইছেন। আটক করে আটকে রাখতে পারবে না। ওয়াকফ নিয়ে প্রতিবাদ করতে পারব না? ওবিসি নিয়ে নাটক করছে। আমার মাথায় টুপি আছে বলে প্রতিবাদ করতে পারব না?” পুলিশকে সাইডে ব্যবস্থা করে দিতেও বলা হয়েছে। পুলিশ বলেছে, “না পারব না।”
Sponsored Ads
Display Your Ads Here
এছাড়া পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলে জানান, “আমাকে পুলিশ ঘুষি মেরেছে। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় আরএসএস-বিজেপিকে দেখাবে বাংলায় ওয়াকফ বিরোধী আন্দোলন হচ্ছে না। গুড বুকে নাম তুলবেন সেই জন্য প্রতিবাদ করতে দিচ্ছেন না।” ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় গোটা বিষয়টি খতিয়ে দেখবে বলে জানিয়েছেন। যদিও এদিন নওশাদ সিদ্দিকী স্বীকার করে নেন যে, “এই মিছিলের জন্য পুলিশের কাছে অনুমতি নেননি।”