রাশিয়ায় তীব্র ভূমিকম্পের পর ফের আছড়ে পড়লো সুনামি

Share

ব্যুরো নিউজঃ রাশিয়াঃ আজ ভোরনাগাদ রাশিয়ার সুদূর পূর্ব কামচাটকা উপদ্বীপ কেঁপে ওঠে ভূমিকম্পে। কম্পনের মাত্রা রিখটার স্কেলে ৮.৮। শক্তিশালী এই ভূমিকম্পের ফলে আছড়ে পড়েছে সুনামিও। প্রায় চার মিটার উঁচু ঢেউয়ে বিধ্বস্ত গোটা এলাকা। রাশিয়ার পাশাপাশি জাপানের হোক্কাইডো উপকূলবর্তী এলাকাতেও আছড়ে পড়েছে সুনামি।

ভূমিকম্পের তীব্রতা এতটাই যে উপকূলবর্তী এলাকার অনেক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, ভূমিকম্পের কারণে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। শুধু রাশিয়া নয়, ভূমিকম্পের কারণে আমেরিকা-সহ প্রশান্ত মহাসাগরের আশপাশের বেশ কয়েকটি দেশেও সুনামির সতর্কতা জারি করা হয়েছে। মার্কিন আবহাওয়া সংস্থা জানিয়েছে, ভূমিকম্পের উৎস ভূপৃষ্ঠের ১৯.৩ কিলোমিটার গভীরে। প্রথমে মনে হয়েছিল কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৮। পরে জানা যায়, কম্পনের মাত্রা আরও বেশি। তবে এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর মেলেনি।

রাশিয়ার এক মন্ত্রী জানিয়েছেন, ভূমিকম্পের পর কামচাটকা অঞ্চলের কিছু অংশে তিন থেকে চার মিটার উঁচু ঢেউ-সহ সুনামি লক্ষ্য করা গিয়েছে। সেই কারণে সকলকে সমুদ্র উপকূলবর্তী এলাকা থেকে যত দূর সম্ভব সরে যাওয়ার বার্তা দেওয়া হয়েছে। প্রশাসন বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার কাজ করছে জোরকদমে। উত্তর-পশ্চিম হাওয়াই দীপপুঞ্জ এবং রাশিয়ার উপকূলরেখার কিছু অংশে তিন মিটার উঁচু ঢেউ আছড়ে পড়ছে। মার্কিন সংস্থার আশঙ্কা কোসরে, মার্শাল দ্বীপপুঞ্জ, পালাউ এবং ফিলিপিন্সের কিছু অংশে সুনামির সম্ভাবনা রয়েছে। সেই সব অংশে ০.৩ মিটার থেকে এক মিটার উঁচু ঢেউ আছড়ে পড়ার পূর্বাভাস জারি করা হয়েছে।


ইতিমধ্যেই জাপানের উপকূলবর্তী এলাকার কিছু এলাকায় সুনামি আছড়ে পড়তে শুরু করেছে। উপকূলীয় অঞ্চল থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা জানিয়েছেন, তিনি পরিস্থিতির উপর নজর রাখছেন। পরিস্থিতি মোকাবিলা করার জন্য একটি জরুরি কমিটিও গঠন করেছে জাপান সরকার।

কামচাটকার গভর্নর ভ্লাদিমির সোলোদভ জানিয়েছেন, এই ভূমিকম্প কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী। প্রসঙ্গত, দিন কয়েক আগেই পর পর জোরালো ভূমিকম্পে কেঁপে উঠেছিল রাশিয়ার কামচাটকা উপকূলবর্তী অঞ্চল। রিখটার স্কেলে প্রথম কম্পনের মাত্রা ছিল ৬.৬। দ্বিতীয়টি আরও জোরালো কম্পন, রিখটার স্কেলে মাত্রা ৭.৪। পরে আরও তিন বার ভূমিকম্পে কেঁপে ওঠে কামচাটকা। পর পর ভূমিকম্পের জেরে কামচাটকা সংলগ্ন প্রশান্ত মহাসাগরীয় উপকূলে সুনামির সতর্কতা জারি করা হয়েছিল।


প্রায় সাত দশক আগে কামচাটকায় জোরালো ভূমিকম্প হয়েছিল। ১৯৫২ সালের নভেম্বর মাসের ওই ভূমিকম্পের তীব্রতা ছিল ৯.১। ওই সময়ে হাওয়াইয়ে প্রায় ৩০ ফুট উঁচু ঢেউ দেখা গিয়েছিল। জোরালো ওই ভূমিকম্পে সেই বছর কামচাটকায় ক্ষয়ক্ষতি হলেও কোনও প্রাণহানির খবর মেলেনি। উল্লেখ্য, রাশিয়ার কামচাটকা অঞ্চলের পশ্চিমেই প্রশান্ত মহাসাগরের অপর প্রান্তে রয়েছে আমেরিকার আলাস্কা প্রদেশ। ভূগর্ভস্থ দু’টি প্লেট— প্রশান্ত মহাসাগরীয় প্লেট এবং উত্তর আমেরিকার প্লেট মিলিত হয় এই কামচাটকা অঞ্চলে। সেই কারণে এই অঞ্চলে ভূমিকম্পের সম্ভাবনা বেশি থাকে।


Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930