অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ আজ পার্থ চট্টোপাধ্যায় মামলার শুনানি শেষে আলিপুর আদালত চত্বর থেকে বেরোনোর সময় সাংবাদিকদের বার বার করা একই প্রশ্নের উত্তরে অত্যন্ত বিরক্তি প্রকাশ করে দৃঢ় কণ্ঠে জানান, ‘‘দলের সাথেই আছেন। চেষ্টা করেও তাঁকে কেউ কালিমালিপ্ত করতে পারবেন না।’’
নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হওয়ার পর মন্ত্রীত্ব হারান। পাশাপাশি তৃণমূলের সমস্ত দলীয় পদ থেকে সরিয়ে দেওয়া হয়। দলের তরফে এমন দূরত্ব বৃদ্ধির পরও পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘‘দলের সাথে ছিলাম, দলের সাথে আছি। মন্ত্রী ছিলাম, নিয়োগকর্তা নয়, পড়াশোনাতেও ভালো ছিলাম, সত্যের জয় হবে।’’
Sponsored Ads
Display Your Ads Here
আদালতের বাইরে পার্থ চট্টোপাধ্যায়ের দিকে প্রশ্ন ভেসে আসে যে, তাঁর ব্যক্তি ও রাজনৈতিক জীবনকে কি কালিমালিপ্ত করার প্রচেষ্টা করা হচ্ছে! উত্তরে পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘‘যারা নিজেরা কালি মেখে আছেন, তারা আবার কালিমালিপ্ত কি করবেন।’’
Sponsored Ads
Display Your Ads Here
কিন্তু ঘটনাচক্রে আদালতে ঢোকার মুখে বিরোধী রাজনৈতিক দলের তিন নেতা অর্থাৎ সুজন চক্রবর্তী, দিলীপ ঘোষ এবং শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তোপ দেগে বলেছেন, ‘‘এক সময় এই নেতারা চাকরীর সুপারিশের জন্য বিভিন্ন লোকের নাম পাঠালেও স্পষ্ট ভাবে জানানো হয়েছিল যে, কোনো বেআইনী কাজ করা হবে না।’’
Sponsored Ads
Display Your Ads Here