নিজস্ব সংবাদদাতাঃ বীরভূমঃ গোপনসূত্রে খবর পেয়ে বীরভূমের সদাইপুর থানার পুলিশ অভিযান চালিয়ে সাহাপুর ফুটবল খেলার মাঠ থেকে বেআইনী কয়লা বোঝাই একটি ট্রাক সহ ট্রাকের চালক ও খালাসিকে গ্রেফতার করেছেন। এই ট্রাকে মোট ৫ টন কয়লা ছিল।
ধৃতরা হলো সদাইপুর থানার মেহেরপুর গ্রামের বাসিন্দা শেখ সালাম ওরফে ঝন্টু ও অন্যজন সদাইপুর থানার সাহাপুর গ্রামের বাসিন্দা শেখ আখিনুর। পুলিশের দাবী, ঝন্টু এবং আখিনুর পুলিশকে দেখে কয়লা বোঝাই ট্রাক নিয়ে চম্পট দেওয়ার চেষ্টা করলেও পুলিশ পিছু ধাওয়া করে গাড়িটিকে ধরে ফেলে।
অভিযুক্তদের গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদের মাধ্যমে জানার চেষ্টা করা হচ্ছে যে, এই কয়লা কোথা থেকে কোথায় পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। এছাড়া এই ঘটনার পিছনে কে বা কারা জড়িত রয়েছে তার সঠিক তথ্য জানতেও তদন্ত শুরু করা হয়েছে।