নিজস্ব সংবাদদাতাঃ ত্রিপুরাঃ ত্রিপুরায় বিগত বাম সরকারের আমলে ১০৩২৩ জন শিক্ষক-শিক্ষিকা চাকরী পেয়েছিলেন। কিন্তু আদালতের পক্ষ থেকে জানানো হয়েছে এই নিয়োগ প্রক্রিয়ায় ত্রুটি আছে। তাই বাম সরকার বিকল্প কর্মসংস্থান করার আশ্বাস দেন। তবে সরকার পরিবর্তন হয়ে বিজেপি আইপিএফটি জোট ক্ষমতায় আসার পরেও এই ১০৩২৩ জন শিক্ষক-শিক্ষিকার বিকল্প কর্মসংস্থান করা হয়নি।
তাই এবার ‘চাকরি ফেরত দাও’ এই দাবী নিয়ে শিক্ষক-শিক্ষিকাদের টানা ৫০ দিন ধরে ধর্না আন্দোলন চলছে। তাদের এই ৫০ তম ধর্না দিবসের দিন একজন কর্মচ্যুত শিক্ষক অজিত সূত্রধরের মৃত্যুকে ঘিরে পরিস্থিতি চরমে উঠেছে।
ইতিমধ্যেই এই আন্দোলনে অংশ নেওয়া ৮৪ জনের মৃত্যু হয়েছে। অনেকে আবার নিজেরাই আত্মঘাতী হয়েছেন। যার ফলে ত্রিপুরায় শিক্ষক-শিক্ষিকার মৃত্যু মিছিল অব্যাহত।
Sponsored Ads
Display Your Ads Hereআন্দোলনকারীরা মৃত শিক্ষকের দেহ নিয়ে মিছিলের মাধ্যমে প্রতিবাদ জানিয়ে শিক্ষা দপ্তরের অফিস ঘেরাও করেছেন। নিরাপত্তারক্ষীদের বাধা সত্ত্বেও বেশ কয়েকজন বিক্ষোভকারী সরাসরি শিক্ষা দপ্তরের ভিতরেও ঢুকে পড়েন ও ত্রিপুরার শিক্ষামন্ত্রী রতনলাল নাথের বিরুদ্ধে তীব্র বিক্ষোভ দেখাতে শুরু করেন।