নিজস্ব সংবাদদাতাঃ আসামঃ ভোররাতে জোরালো ভূকম্পনে আসাম ও ত্রিপুরা কেঁপে উঠলো। মধ্য আসামেও তীব্র ভূকম্পন অনুভূত হয়েছে। আবার উত্তর-পূর্ব ভারতের বাকি অংশেও ভূকম্পন অনুভূত হয়েছে বলে জানা গিয়েছে। আসামে ভূমিকম্পের তীব্রতা এতটাই বেশী ছিল যে অনেকেই আতঙ্কে ভোররাতেরবেলা প্রবল ঠান্ডার মধ্যেও বাড়ি থেকে বেরিয়ে আসেন। তবে আপাতত কোনো প্রাণহানি বা বড়োসড়ো ক্ষয়-ক্ষতির খবর নেই।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, সোমবার মধ্যরাতেরবেলা অর্থাৎ ৩টে ৩৩ মিনিট নাগাদ ত্রিপুরার গোমতীতে ৩.৯ মাত্রার ভূকম্পন অনুভূত হয়। এরপর ভোরবেলা ৪টে ১৭ মিনিট নাগাদ আসামে ভূকম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এই ভূকম্পনের মাত্রা ৫.১ ছিল। আর এই ভূমিকম্পের উৎসস্থল মোরিগাঁও জেলায় ছিল। যা ভূপৃষ্ঠ থেকে পঞ্চাশ কিলোমিটার গভীরে।

Sponsored Ads
Display Your Ads HereHTML / JS Code









