নিজস্ব সংবাদদাতাঃ বাঁকুড়াঃ আজ বাঁকুড়া জেলাশাসক শ্রীমতি কে রাধিকা আইয়ার পাত্রসায়ের ব্লকের বেলুট রসুলপুর পঞ্চায়েতের অন্তর্গত দামোদর নদীর পারে নদী ভাঙন রোধে এনআরইজিএস প্রকল্পে গাছ লাগানোর কর্মসূচীর সূচনা করলেন।
https://www.youtube.com/watch?v=Yso_nm4FOA0
বর্ষা এলে বন্যার কবলে পড়ে বিভিন্ন সময়ে নদীর ভাঙন দেখা গেছে। বহু মানুষের ঘর-বাড়ি, তিন ফসলি চাষের জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। তাই সারা বছর পাত্রসায়ের ইন্দাস সোনামুখী বড়জোড়ার দামোদর তীরবর্তী গ্রামবাসীরা নদী ভাঙনের আতঙ্কে থাকেন।
Sponsored Ads
Display Your Ads Here
ফলে আগামী দিনে সাধারণ মানুষকে যাতে নদী ভাঙনের কবলে পড়তে না হয় সেই কারণেই শ্রীমতি কে রাধিকা আইয়ারের উদ্যোগে নদী ভাঙন রোধে নদীর পাড় বরাবর গাছ লাগানোর কর্মসূচীর উদ্যোগ নেওয়া হয়েছে। এর জেরে এদিন তিনি নিজে হাতে গাছ লাগিয়ে কর্মসূচীর শুভ সুচনা করলেন।
Sponsored Ads
Display Your Ads Here
এছাড়াও শ্রীমতি কে রাধিকা আইয়ার পাত্রসায়ের ব্লকের বিভিন্ন প্রান্ত পরিদর্শন করেন। শ্রীমতি কে রাধিকা আইয়ার ছাড়াও বেলুট রসুলপুর পঞ্চায়েত প্রধান তাপস বাড়ি, পাত্রসায়ের পঞ্চায়েত প্রধান পূরবী দত্ত মল্লিক সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Sponsored Ads
Display Your Ads Here
শ্রীমতি কে রাধিকা আইয়ার জানিয়েছেন, “এনআরইজিএস প্রকল্পের কাজ খতিয়ে দেখলাম ও রাজ্যের নির্দেশমতো কাজ করছি। এই করোনা পরিস্থিতিতে মানুষের কাজের দরকার আছে তাই রাজ্যের নির্দেশমতো এই কাজের উপর আরো জোর দিয়েছি। অতি বর্ষণে পাত্রসায়ের ব্লকের বিভিন্ন প্রান্তে জলস্তর বাড়াতে যে দুর্বল বাঁশের সাঁকোগুলো ভেঙে গিয়েছে সেগুলিকে দ্রুত সংস্কার করা হবে”।
জেলা প্রশাসনের এই অভিনব উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় এবং গুরুত্বপূর্ণ কর্মসূচী।
https://www.youtube.com/watch?v=E0L5ZTul0yc