নিজস্ব সংবাদদাতাঃ কালিম্পংঃ বুধবার সকাল থেকে এক টানা বৃষ্টির কারণে গরুবাথান ব্লকে ধস পড়ে যাতায়াত বন্ধ হয়ে গেছে।
https://www.youtube.com/watch?v=oj4cMlUPKMI
Sponsored Ads
Display Your Ads Hereজানা যায়, ধসটি গরুবাথান ব্লকের নিম গ্রাম পঞ্চায়েতের তুমলাবং এলাকায় পড়েছে। এরফলে পাহাড়ের উপর থেকে মাটি, পাথর রাস্তার উপর পড়তে শুরু করে। এতে রাস্তার বেশ কিছু অংশ ভেঙে নীচে চলে যায়। যদিও খবর পাওয়া মাত্রই প্রশাসনের তরফ থেকে রাস্তা সাফাইয়ের কাজ শুরু হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Hereএর পাশাপাশি গরুবাথানের অম্বিওকর কাছেও ধস পড়েছে। তার ফলে গরুবাথানের সাথে ঝান্ডি, লাভা ও লোলেগাওর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
Sponsored Ads
Display Your Ads Hereযার জেরে সাধারণ মানুষ সমস্যার মুখোমুখি হয়েছে।