নিজস্ব সংবাদদাতাঃ হাওড়াঃ আবারও হাওড়া-বর্ধমান শাখায় ট্রেন বাতিল। ছ’ঘন্টার জন্য ট্র্যাফিক ব্লক থাকছে। শনিবার রাত ৯টা ২০ মিনিট থেকে ৩১ তারিখ ভোর ৩টে ২০ মিনিট পর্যন্ত বাতিল থাকছে চারটি লোকাল ট্রেন। মূলত রক্ষণাবেক্ষণের কাজের জন্যই এই সিদ্ধান্ত বলে জানা যাচ্ছে। পাশাপাশি একজোড়া ব্যান্ডেল-কাটোয়া লোকালও বাতিল থাকছে ট্র্যাক রক্ষণাবেক্ষণের কাজের জন্য।
আজ বাতিল তালিকায় থাকছে- ৩৬৮৬০ বর্ধমান – হাওড়া লোকাল, ৩৬৮৫৫ হাওড়া – বর্ধমান লোকাল, ৩৭৮৫৭ হাওড়া – বর্ধমান লোকাল। আর আগামীকাল ৩৭৫১২ বর্ধমান – হাওড়া লোকাল ট্রেন বাতিল থাকবে। অন্যদিকে ট্র্যাক রক্ষণাবেক্ষণের কাজের কারণে রাত ২টো ১০ থেকে ভোর ৫টা ১০ মিনিট পর্যন্ত ট্রাফিক ব্লক থাকছে হাওড়া ডিভিশনের নবদ্বীপ ধাম এবং পূর্বস্থলী স্টেশনগুলির মধ্যে। তবে একই সময়ে ৮দিনের জন্য চলবে কাজ। সে কারণেই ২ সেপ্টেম্বর থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত বাতিল থাকছে ৩৭৭৪১ ব্যান্ডেল – কাটোয়া লোকাল, ৩৭৭৪২ কাটোয়া – ব্যান্ডেল লোকাল।