Reading Mode

মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ সন্ধ্যা গড়াতেই ঝেঁপে বৃষ্টি নামে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়। সেই সঙ্গে বইতে শুরু করে ঝোড়ো হাওয়া। তাতেই বিপত্তি ঘটে। শিয়ালদহের বিভিন্ন শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়। কোথাও লাইনের উপর গাছ ভেঙে পড়ে, কোথাও আবার ওভারহেড তারের উপর।

পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ২৩ মিনিট নাগাদ ইছাপুর স্টেশনে আটকে পড়ে আপ নৈহাটি লোকাল। গাছ ভেঙে পড়েই দুর্ভোগ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন রেলকর্মীরা। প্রায় এক ঘণ্টার চেষ্টায় উপড়ে পড়া গাছটি সরিয়ে আবার লাইনে ট্রেন চলাচল শুরু করা সম্ভব হয়। সেই সময় শিয়ালদহ মেন শাখার এক নম্বর লাইন দিয়ে কোনও আপ ট্রেন চলাচল করছিল না। সব ট্রেন চালানো হচ্ছিল তিন নম্বর লাইন দিয়ে। প্রায় এক ঘণ্টা ওই শাখায় ট্রেন চলাচল অনিয়মিত হওয়ার পর অবশেষে ধীরে ধীরে এক নম্বর লাইনে পরিষেবা স্বাভাবিক হতে শুরু করে।

এক নম্বর লাইনে আপ নৈহাটি লোকাল আটকে যাওয়ায় ওই লাইন দিয়ে কোনও ট্রেন চলাচল সম্ভব হয়নি। পর পর দাঁড়িয়ে পড়ে বেশ কয়েকটি মেন লাইনের আপ ট্রেন। পরে সেই ট্রেনগুলিকে তিন নম্বর লাইন দিয়ে চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়। বিদ্যুৎবিচ্ছিন্ন করে ভেঙে পড়া ওই গাছ সরানোর কাজ চলে। রেল সূত্রে জানানো হয়েছে, রাত সাড়ে ৮টা নাগাদ ওই গাছ সরিয়ে আবার এক নম্বর লাইন দিয়ে ট্রেন চলাচল শুরু করা হয়। তবে রাত পর্যন্ত পরিষেবা পুরোপুরি স্বাভাবিক হয়নি।

শুধু মেন শাখা নয়, বনগাঁ শাখাতেও একই ঘটনা ঘটে। মধ্যমগ্রাম ও বিরাটির মাঝে ওভারহেড তারে গাছের ডাল ভেঙে পড়ে। সাময়িক ভাবে ওই লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়। প্রিন্সেপ ঘাট ও বিবাদী বাগ স্টেশনের মধ্যেও গাছ ভেঙে আটকে পড়ে চক্ররেল। পূর্ব রেলের জনসংযোগ দফতর থেকে জানানো হয়েছে, ঝড়বৃষ্টির কারণে শিয়ালদহ ডিভিশনে বিভিন্ন শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়। ওভারহেড তারে গাছ ভেঙে পড়ার ঘটনা ঘটে। তবে রেলকর্মীদের তৎপরতায় দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করা সম্ভব হয়েছে।

এদিন আবহাওয়া দপ্তরের তরফে কলকাতা সহ উত্তর চব্বিশ পরগণা এবং দক্ষিণ চব্বিশ পরগণা সংলগ্ন এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়। তবে এদিন হুগলীতেও উত্তরপাড়া থেকে বাঁশবেড়িয়া পর্যন্ত বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টি হয়েছে। আবার বেশ কিছু জায়গায় শিলাবৃষ্টিও হয়েছে।