নিজস্ব সংবাদদাতাঃ গুজরাতঃ বুলেট ট্রেন প্রজেক্টের নির্মাণ কাজের সময় গতকাল গুজরাতের ভাটভা রেল স্টেশনের কাছে বুলেট ট্রেনের কাজের সময় একটি ভারী ক্রেন ভেঙে পড়ে ২ জন আহত হয়েছেন। এই দুর্ঘটনার জেরে পাশের রেল লাইনও প্রভাবিত হয়েছে। ফলে আহমেদাবাদ-ভাটভার মধ্যে ডাউন লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে।
সূত্রের খবর, এদিন বুলেট ট্রেনের নির্মাণ প্রকল্পে কাজ চলাকালীন কংক্রিটের গার্ডার চালু করার পর একটি ধাতুর পাত পিছনে টেনে আনা হচ্ছিল, ঠিক তখনই ভারসাম্য হারিয়ে সেটি নীচে পড়ে যায়। এর জেরে রেল লাইন ক্ষতিগ্রস্ত হয়ে ভাটভা-আহমেদাবাদ ডাউন-লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়। এই দুর্ঘটনার পর রেলের তরফে ভাটভা-আনন্দ এক্সপ্রেস, ভাটভা-বোরিভালি এক্সপ্রেস, ভাদোদরা-ভাটভা ইন্টারসিটি, জামনগর-ভাদোদরা ইন্টারসিটি, আহমেদাবাদ-মুম্বই সেন্ট্রাল এক্সপ্রেস, আমেদাবাদ-ভালসাদ গুজরাত কুইন, ভাদনগর-ভালসাদ-ভাদনগর এক্সপ্রেস সহ প্রায় পঁচিশটি ট্রেন বাতিল করা হয়।
রেলের পক্ষ থেকে যাত্রীদের সাহায্যের জন্য একটি হেল্পলাইন নম্বরও চালু করা হয়েছে। রেলের কর্মকর্তাদের মতে, “এই দুর্ঘটনার প্রভাব মুম্বই-ভাদোদরা-সহ অনেক গুরুত্বপূর্ণ ট্রেনের উপর পড়বে।” রেলওয়ে প্রভাবিত ট্রেনের তালিকা প্রকাশ করেছে, যেখানে আংশিক এবং সম্পূর্ণভাবে বাতিল করা ট্রেনগুলি অন্তর্ভুক্ত রয়েছে। অন্যদিকে, আহত হওয়া দু’জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।