নিজস্ব সংবাদদাতাঃ হাওড়াঃ আজ বিকেলবেলা ৪ টে ৩০ মিনিট নাগাদ হাওড়া কারশেডের কাছে ওভারহেড তার ছিঁড়ে হাওড়া-খড়্গপুর ট্রেন পরিষেবা ব্যাহত হয়ে পড়েছে। ফলে আপ লাইন ও ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে গিয়েছে।
![- Sponsored -](https://indianprimetime.in/wp-content/uploads/2021/02/advertisehere.png)
- Sponsored -
রেলের আধিকারিকরা এবং ইঞ্জিনিয়াররা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ওভারহেড তার জোড়ার কাজ শুরু করেছেন। কিন্তু এই বিপত্তির কারণে দক্ষিণ-পূর্ব রেলে হাওড়া-খড়গপুর শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়ে পড়ায় অফিস ফেরত নিত্যযাত্রীরা ভোগান্তির শিকার হয়েছেন।