নিজস্ব সংবাদদাতাঃ আসানসোলঃ আজ আচমকা আসানসোল রেল ডিভিশনের কুলটি স্টেশনে আগুন লাগার ঘটনায় যাত্রী ও রেলকর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই অগ্নিকাণ্ডের জেরে বেশ কিছু ক্ষণের জন্য আপ-ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এই অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের খবর মেলেনি। আর বড়ো কোনো ক্ষতিও হয়নি বলে জানা যায়।
রেল সূত্রে খবর, স্টেশনের একটি জায়গায় রেলের বেশ কিছু কেবল তার এবং কিছু বৈদ্যুতিন সরঞ্জাম রাখা ছিল। সেখানেই কোনো ভাবে আগুন ধরে যায়। আগুন দেখার পর দুর্ঘটনা এড়াতে আপ-ডাউন লাইনে ট্রেন চলাচল কিছু ক্ষণের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। ধানবাদ-পাটনা এক্সপ্রেস ও হাওড়া-রাঁচী শতাব্দী এক্সপ্রেসের মতো দূরপাল্লার দু’টি ট্রেনকে থামিয়ে দেওয়া হয়।
পাশাপাশি দ্রুত দমকল বিভাগকে খবর দেওয়া হলে দমকল কর্মীরা খবর পেয়ে দু’টি ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে পৌঁছে বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র এই ঘটনা প্রসঙ্গে জানান, ‘‘আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে।’’