নিজস্ব সংবাদদাতাঃ জলপাইগুড়িঃ জলপাইগুড়ির ধূপগুড়ি মহকুমার অন্তর্গত মাগুরমারী দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের পশ্চিম মল্লিকপাড়া এলাকায় সরস্বতী পূজার দিন মর্মান্তিক ঘটনা। পুজোর দিন ঘুরতে গিয়ে মর্মান্তিক পরিণতি দুই যুবকের। বাইকের ধাক্কায় মৃত্যু দুই যুবকের।
জানা গিয়েছে, জলঢাকার দিক থেকে বগড়িতোলার দিকে যাচ্ছিল দু’টি বাইক। অপর দিক থেকে আসছিল আরও একটি বোলোরো গাড়ি। মুখোমুখি সংঘর্ষ হয়। রাস্তায় ছিটকে পড়েন দুই বাইক আরোহী। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধূপগুড়ি থানার পুলিশ ও ট্রাফিক গার্ডের ওসি। এরপর দমকলের কর্মীরা আহত দু’জনকে উদ্ধার করে নিয়ে আসা ধূপগুড়ি মহকুমা হাসপাতালে। হাসপাতালে নিয়ে এলে ওই দুই যুবককে মৃত বলে ঘোষণা করে চিকিৎসক।
Sponsored Ads
Display Your Ads Here
স্থানীয়দের দাবি দুটি বাইক দ্রুতগতিতে ছুটছিল। কারও মাথায় হেলমেট ছিল না। প্রথমে দুটি বাইকে সংঘর্ষ হয়। এরপর বোলেরো গিয়ে ধাক্কা মারে। ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয় বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। জানা গিয়েছে, মৃতদের মধ্যে একজন হলেন রূপচাঁন মণ্ডল। তাঁর বয়স আনুমানিক পঁচিশ। তিনি জলপাইগুড়ি ধূপগুড়ি কুর্শামাড়ির বাসিন্দা। অপর জন বলরাম মণ্ডল। তিনি ফালাকাটার বাসিন্দা বলে পুলিশ সূত্রে খবর। স্থানীয় এক বাসিন্দা বলেন, “ওদের কারও মাথায় হেলমেট ছিল না। এমনিও জোরে বাইক চালিয়ে আসছিল। তারপরই এমন মর্মান্তিক পরিণতি।”
Sponsored Ads
Display Your Ads Here