নিজস্ব সংবাদদাতাঃ মুর্শিদাবাদঃ আজ সকালে মুর্শিদাবাদের ফরাক্কা ব্যারেজের ৪৮ নম্বর গেটের কাছে একটি উত্তরবঙ্গগামী পণ্য পরিবাহী ট্রাকে হঠাৎ আগুন লাগে। এরপর আগুন লাগতেই ট্রাকটি দাউ দাউ করে জ্বলে ওঠে।
এর জেরে একদিকে যেমন ব্যারেজ জুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়। তেমন উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের সড়কপথে যোগাযোগও সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। এছাড়া রেল যোগাযোগও বিঘ্নিত হয়। দমকল বিভাগ খবর পেয়ে একাধিক ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে এসে আগুন আয়ত্তে আনার চেষ্টা করেন।
Sponsored Ads
Display Your Ads Here
পাশাপাশি বিশাল পুলিশবাহিনী সহ কেন্দ্রীয়বাহিনী ঘটনাস্থলে এসে উপস্থিত হয়। দায়িত্বে থাকা এক জন দমকল আধিকারিক জানান, ‘‘আগুন নিয়ন্ত্রণে আসার পর ট্রাকটিকে ব্যারেজের উপর থেকে দ্রুত সরিয়ে নেওয়া হয়েছে। আর যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা হচ্ছে। আশা করা হচ্ছে, কিছুক্ষণের মধ্যেই সব কিছু স্বাভাবিক হয়ে যাবে।’’
Sponsored Ads
Display Your Ads Here