নিজস্ব সংবাদদাতাঃ দার্জিলিংঃ দার্জিলিং যাওয়ার রুটে রংটং ও তিন ধারিয়ার মাঝখানে ৫৫ নম্বর জাতীয় সড়কে বড়ো ধস নেমেছে। এর জেরে টয়ট্রেন পরিষেবা বন্ধ রয়েছে। তবে সড়ক যোগাযোগ পরিষেবা স্বাভাবিক রয়েছে।
আজ সকালবেলা ১০ টা নাগাদ শিলিগুড়ির নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে টয়ট্রেনটি ছেড়ে শিলিগুড়ি জংশনে এসে দাঁড়ানোর কিছুক্ষণ পর টয়ট্রেন চলাচল বন্ধ থাকবে তা জানা গিয়েছে। টয়ট্রেনের লাইনের উপর ধস পড়ার কারণে টয়ট্রেন পরিষেবা একেবারে বিপর্যস্ত হয়ে পড়ে। ফলে টয়ট্রেন যাত্রীরা সকলেই নিরাস হয়ে পড়েন।

- Sponsored -
উত্তর-পূর্ব ভারতের জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে এই প্রসঙ্গে জানান , “শুধুমাত্র শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ের রুট বন্ধ। আর শুধুমাত্র আজকের জন্যই টয়ট্রেন পরিষেবা বন্ধ থাকবে। যদিও আগামীকাল থেকে আবার পরিষেবা স্বাভাবিক হবে। যদিও পাহাড়ের অন্যান্য স্টেশনে জয়রাইড চালু রয়েছে।”