নিজস্ব সংবাদদাতাঃ হিমাচল প্রদেশঃ হিমাচল প্রদেশের বিস্তীর্ণ অংশে ভারী তুষারপাতের জেরে বহু পর্যটক আটকে পড়েছেন। শুধু কুলুর রাস্তাতেই পাঁচ হাজার পর্যটক আটকে ছিলেন। ইতিমধ্যে উদ্ধারকারীরা অনেককে উদ্ধার করেছে। এখনো উদ্ধারকাজ চলছে। এই তুষারপাতের জন্য কুলুতে যান চলাচল থমকে গিয়েছে। তাই রাস্তা থেকে বরফ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করতে আরো সময় লাগবে বলে স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে।
হিমাচলপ্রদেশে পর্যটকদের অন্যতম আকর্ষণ কুলু। প্রতি বছর শীত পড়লে বহু মানুষ সেখানে ঘুরতে যান। কিন্তু চলতি বছর তুষারপাতের কারণে পর্যটকরা সমস্যায় পড়েছেন। গতকাল কুলুর সোলাং নালা এলাকায় তুষারপাতের কারণে বহু গাড়ি আটকে পড়ায় রাস্তার উপর হাজার হাজার গাড়ি দাঁড়িয়েছিল। সে সব গাড়ির ভিতর অন্তত পাঁচ হাজার পর্যটক আটকে ছিলেন। বরফের কারণে গাড়ি এগোতে পারছিল না। তবে পর্যটকদের উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার কাজ চলছে।
Sponsored Ads
Display Your Ads Here
মৌসম ভবন জানিয়েছে, ‘‘আজও কুলুতে ভারী তুষারপাত চলবে। সঙ্গে শৈত্যপ্রবাহের সতর্কতাও জারি করা হয়েছে। অতএব, প্রবল ঠান্ডার হাত থেকে আপাতত নিস্তার পাওয়ার কোনো সম্ভাবনা নেই। চম্বা, কাংরা, শিমলা ও লাহুল-স্পিতির মতো হিমাচলের অন্য জেলাগুলিতেও বৃষ্টি এবং তুষারপাত চলছে। আগামী কয়েক দিনে সমতলেও শৈত্যপ্রবাহের সতর্কতা রয়েছে। এই পরিস্থিতিতে পর্যটকদের সাবধানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।’’
Sponsored Ads
Display Your Ads Here