বিমান ভাড়া কাটতেই আঁতকে উঠছেন পর্যটকরা, এক জনের ভাড়া ৩০-৪০ হাজার

Share

নিজস্ব সংবাদদাতাঃ কাশ্মীরঃ জম্মু-কাশ্মীরের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র বৈসরণ। যাকে মিনি সুইজারল্য়ান্ড বলা হয়। গতকাল বৈসরণ উপত্যকায় শতাধিক পর্যটকের সমাগম হয়েছিল। কিন্তু আচমকাই জঙ্গিরা জঙ্গল থেকে বেরিয়ে পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের উপর হামলা চালায়। আর গুলি চালানোর আগে তাদের ধর্মীয় পরিচয় জানতে চায়। এখনো অবধি ২৮ জন পর্যটকের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আর অনেকে আহত হয়েছেন। এই পরিস্থিতিতে পহেলগাঁও বন্ধ করে দেওয়া হয়েছে। সমস্ত পর্যটকদের সমতলে ফিরে আসতে বলা হচ্ছে।

পহেলগাঁওতে হাজার হাজার পর্যটক আটকে রয়েছেন। বাঙালী পর্যটকের সংখ্যাই প্রায় ৪৫০ জন। বহু পর্যটকই তড়িঘড়ি কাশ্মীর থেকে ফিরে আসতে চাইছেন। কিন্তু সত্বর বাড়ি ফিরবেন কিভাবে? বিমানের টিকিট কাটতে গিয়ে সকলে একেবারে হতভম্ভ। এই পরিস্থিতিতে একাধিক বেসরকারী বিমান সংস্থা প্রায় তিনগুণ ভাড়া বাড়িয়ে দিয়েছে। দেখা যাচ্ছে, এক-এক জনের ৩০ হাজার-৪০ হাজার টাকা বিমানের ভাড়া। তাহলে জরুরী পরিস্থিতিতে পর্যটকরা পরিবার নিয়ে ফিরবেন কিভাবে তা নিয়ে পর্যটকদের মধ্যে দুশ্চিন্তা গ্রাস করেছে।


এই সঙ্কটজনক পরিস্থিতিতে অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের ডিরেক্টর জেনারেল বিমানের ভাড়া, বাতিল চার্জ সহ আনুষঙ্গিক খরচ কমানোর জন্য সবকটি বেসরকারী বিমান সংস্থাকে  চিঠি দিলেন। চিঠিতে বলা হয়েছে, ‘এয়ারলাইন্সগুলি যেন অতিরিক্ত বিমান চলাচলের ব্যবস্থা করে। শ্রীনগর থেকে দেশের বিভিন্ন প্রান্তে বিমানের ব্যবস্থা করতে বলা হয়েছে, যাতে পর্যটকদের আটকে পড়তে বা অন্য কোনো সমস্যায় না পড়তে হয়।’



Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
July 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031