নিজস্ব সংবাদদাতাঃ খুব কম সময়ের মধ্যে নিজেকে বিখ্যাত হওয়ার স্বপ্ন দেখে অনেকেই সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের আশ্চর্যকর ঘটনা ঘটায়। একটু অন্য ধরণের কিছু করলেই লাইক ও শেয়ারের মাধ্যমে জনপ্রিয়তা লাভ করা যায়। কিন্তু নিজের জনপ্রিয়তা লাভের জন্য যে কেউ এতোটা ভয়ানক কাণ্ড ঘটাতে পারে তা এই ঘৃণ্য ঘটনা না দেখলে কেউ বিশ্বাস করতো না।
সম্প্রতি টুইটারে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা গিয়েছে, একটি যুবক একটি জ্যান্ত সাপকে হাসিমুখে রীতিমতো চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। যুবকের মুখের মধ্যে সাপের শরীরের বেশ অনেকটা অংশ রয়েছে। আর বাকি অংশ মুখের বাইরে ঝুলছে। যা দেখলে শরীর শিউরে উঠবে।
এদিকে তখন সাপের অবস্থা খুবই করুণ। সাপটি যন্ত্রণায় কুঁকড়ে যাচ্ছে। কোনোরকমে বাঁচার চেষ্টা করেও বিফলে যাচ্ছে। কিন্তু ওই যুবকের সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই কারণ নিজেকে জনপ্রিয় করতেই হবে।
এই ঘটনা ফরেস্ট অ্যান্ড ওয়াইল্ডলাইফ প্রোটেকশন সোসাইটির টুইটার হ্যান্ডেল থেকে হায়দ্রাবাদের পুলিশের নজরে আনা হয়েছে। পশু সুরক্ষা সংস্থা অবিলম্বে অভিযুক্ত যুবক সহ এই কাজের সাথে যারা যুক্ত ওই সকলের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছে।
এই ভিডিও ভাইরাল হতেই বিভিন্ন পশুপ্রেমী সংগঠন এবং সাধারণ পশুপ্রেমীরা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। নেটিজেনদের অনেকেই ওই যুবককে পাগল ও মানসিক উন্মাদগ্রস্ত বলার সাথে সাথে ওই যুবকের কাণ্ড নিয়ে সমালোচনার ঝড় তুলেছেন।