অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ ভরদুপুরে কলকাতার উপকন্ঠে পরপর চলল গুলি। তৃণমূলকর্মীকে লক্ষ্য করে পরপর চার রাউন্ড গুলি চালানো হয়েছে বলে সূত্রের খবর। শুক্রবার দুপুরে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল রাজারহাটের নারায়ণপুর এলাকা। তৃণমূল কর্মী হাজি ইসরার আহমেদকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে বলে অভিযোগ। ঘটনায় প্রকাশ্যে এসেছে তৃণমূলের গোষ্ঠীকোন্দল।
চার রাউন্ড গুলি চললেও অল্পের জন্য রক্ষা পান হাজি ইসরার আহমেদ। তিনি বিধাননগর পুরসভার চেয়ারম্যান সব্যসাচী দত্তের অনুগামী বলে পরিচিত। তাঁর অভিযোগ, বিধায়ক তাপস চট্টোপাধ্য়ায় লোক পাঠিয়ে গুলি চালিয়েছে। তবে এই অভিযোগ সম্পর্কে বিধায়ক তাপস চট্টোপাধ্য়ায়ের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। হাজি ইসরার আহমেদ জানান, ইদের দিন তিনি সব্যসাচী দত্তকে বাড়িতে নিমন্ত্রণ করেছিলেন। তারপর থেকে তাপস চট্টোপাধ্য়ায় তাঁদের উপর ক্ষুব্ধ বলে দাবি করেছেন তিনি।
Sponsored Ads
Display Your Ads Here
তৃণমূল কর্মী বলেন, “কালই তাপস চট্টোপাধ্য়ায় আমার বাবাকে কু-কথা বলেছে। আর আজ গুণ্ডা পাঠিয়েছে।” আজাদ নামে এক গুণ্ডাকে পাঠিয়েছে বলে অভিযোগ তাঁর। ইসরার আহমেদের বাড়িতে যাওয়ার কথা স্বীকার করেছেন সব্যসাচী দত্ত। তবে আজাদ নামে কাউকে চেনেন না তিনি। সব্যসাচী বলেন, “কোন আজাদের কথা বলছে জানি না। ইসরারকে চিনি। ওঁর বাবা ৯২ বছরের এক হাজি সাহেব। ইদের দিন ঘুরতে ঘুরতে ওদের বাড়ি গিয়েছিলাম। ওঁর বাবার কাছ থেকে আশীর্বাদ নিয়ে এসেছি।” এই ঘটনার পর তাপস চট্টোপাধ্য়ায়ের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। ইসরারের আত্মীয়দের দাবি, এদিন দুপুরে তাঁদের বাড়ি লক্ষ্য করেও গুলি চালানো হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here