নিজস্ব সংবাদদাতাঃ মুর্শিদাবাদঃ গতকাল রাতে মুর্শিদাবাদের ভরতপুরের সেহালাই গ্রামে এক তৃণমূল কর্মীকে বাড়ি ফেরার পথে বোমা মেরে কুপিয়ে খুনের অভিযোগ ওঠে। মৃতের নাম ষষ্ঠী ঘোষ। বয়স ৫২ বছর। ষষ্ঠীবাবু আলুগ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধানের ঘনিষ্ঠ ছিলেন। এই মর্মান্তিক ঘটনায় তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। পাশাপাশি পুলিশ দু’জনকে আটকে করে জিজ্ঞাসাবাদ করছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ষষ্ঠীবাবু মোটরবাইকে করে বাড়ি ফেরার সময় দুষ্কৃতীরা রাস্তায় বোমা মেরে তার পথ আটকায়। এরপর এলোপাথাড়ি কুপিয়ে পালিয়ে যায়। এর জেরে ষষ্ঠীবাবু ঘটনাস্থলেই মারা যান। ভরতপুর থানার পুলিশ খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছেন। পাশাপাশি ঘটনাস্থল ঘিরে দেওয়া হয়েছে। আর এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। ষষ্ঠীবাবুর মেয়ে পায়েল পাল জানান, “গ্রামের কিছু লোক বাবাকে দেখতে পারত না।” কিন্তু তাদের নাম বলতে চাননি। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবী জানিয়েছেন।
আর শাসকদলের তরফে এই ঘটনায় কারোর বক্তব্য পাওয়া যায়নি। তবে এই খুন করেছে কারা তা নিয়ে প্রশ্ন উঠছে। পুলিশ জানিয়েছে, “মৃত ষষ্ঠীবাবুর বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই, খুন সহ একাধিক অভিযোগ ছিল। জামিনে মুক্ত ছিলেন। নিয়মিত থানায় হাজিরা দিতেন।” ইতিমধ্যে পুলিশ এই খুনে জড়িত সন্দেহে দু’জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছেন। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এই খুনের সাথে রাজনীতির কোনো যোগ নেই। পুরোনো শত্রুতার কারণেই খুন করা হয়েছে বলে মনে করা হচ্ছে।
Sponsored Ads
Display Your Ads Here