পিঙ্কি পালঃ দক্ষিণ চব্বিশ পরগণাঃ উত্তর চব্বিশ পরগণার বারুইপুরের বেলেগাছি গ্রাম পঞ্চায়েতের বিদ্যাধরীপল্লীতে রাস্তায় ফেলে তৃণমূল কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠলো তৃণমূলের পঞ্চায়েত সদস্যা ও তার স্বামীর বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। আক্রান্ত তৃণমূল কর্মীর নাম বিজয় রায়।
অভিযোগ, “স্থানীয় তৃণমূলের পঞ্চায়েত সদস্যা মুনমুন মণ্ডলের স্বামী গৌতম মণ্ডল লটারি দোকানের আড়ালে সাট্টার ঠেক চালাতেন। আর বিজয় তারই প্রতিবাদ করেছিল। তাই গতকাল রাতেরবেলা তাকে রাস্তায় একা পেয়ে গৌতম ও মুনমুন ব্যাপক মারধর করেন। মারধরের সময়ে ভিডিয়ো করা হয়। যা ভাইরাল হয়ে যায়।” কিন্তু মুনমুনের দাবী, “বিজয় তার মায়ের দোকানে ষাট টাকা বাকি রেখেছিলেন। আর সেই টাকা চাওয়াতে বিজয় মুনমুনের মাকে মারধর করে।
Sponsored Ads
Display Your Ads Here
আর সেই মারধর করার ঘটনাটি জানতে পেরেই বিজয়কে গৌতম এবং মুনমুন রাস্তায় ধরে ফেলে। তখনই বচসা থেকে হাতাহাতি শুরু হয়ে যায়। তবে এই ঘটনার পর বিজয় ও তার লোকজন গৌতমের লটারীর দোকানটি ভেঙে রাস্তার পাশে নয়ানজুলিতে ফেলে ফেলে দেন বলে পাল্টা অভিযোগ ওঠে। যদিও এখনো অবধি এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি। বেলেগাছি গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের চেয়ারম্যান সাইফুদ্দিন মোল্লা এই প্রসঙ্গে জানান, “প্রশাসন বিষয়টি দেখবে কি হয়েছে না হয়েছে।”
Sponsored Ads
Display Your Ads Here