নিজস্ব সংবাদদাতাঃ কোচবিহারঃ পঞ্চায়েত নির্বাচনের প্রচারকে ঘিরে এবার কোচবিহারের তুফানগঞ্জে ব্যাপক অশান্তি শুরু হয়েছে।
সিপিএমের অভিযোগ, ‘‘নির্বাচনী প্রচারের সময় দুষ্কৃতীরা তুফানগঞ্জ এক নম্বর ব্লকের নাককাটি গাছ গ্রাম পঞ্চায়েতের ৯/২২ নম্বর বুথের সিপিএম প্রার্থী আফসার আলি সহ ওয়াহাব আলি মিঞা ও মফিজউদ্দিন মণ্ডল নামে দুই জন কর্মীকে ঘেরাও করে ব্যাপক মারধর করেন।
![- Sponsored -](https://indianprimetime.in/wp-content/uploads/2021/02/advertisehere.png)
- Sponsored -
ফলে আফসার আলি, ওয়াহাব এবং মফিজউদ্দিনকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে।’’ এই ঘটনায় তৃণমূলের দিকে অভিযোগের তীর উঠলেও তৃণমূল সব অভিযোগ অস্বীকার করেছে।
সিপিএমের জেলা কমিটির সদস্য অসীম সাহা এই প্রসঙ্গে জানান, ‘‘বিনা প্ররোচনায় এই হামলা চালানো হয়েছে।’’ কিন্তু তৃণমূলের স্থানীয় অঞ্চল সভাপতি গণেশচন্দ্র বর্মণ এই বিষয় বলেন, ‘‘সিপিএম সমস্ত মিথ্যা অভিযোগ করছে। তৃণমূল হিংসার রাজনীতি করে না। ওই এলাকায় সিপিএমের কোনো সংগঠন নেই। ওদের উপর হামলা করারও কোনো কারণ নেই।’’