অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ ভোট পরবর্তী হিংসায় মৃত বিজেপি কর্মী অভিজিৎ সরকারের দাদা বিশ্বজিৎ সরকারের উপর হামলা চলে। তৃণমূল কাউন্সিলর স্বপন সমাদ্দার ও পাপিয়া ঘোষের বিরুদ্ধে লোক পাঠিয়ে মারধর করার অভিযোগ সামনে এসেছে। অভিজিৎ সরকারের খুনে সিবিআইয়ের দেওয়া চার্জশিটে এই দু’জনের নাম রয়েছে।
এদিন বিশ্বজিৎবাবুর বাড়ির সামনেই কলকাতা পুরসভার তরফে গাছের ডালপালা কাটার কাজের জন্য কয়েকজন কর্মী পাঠানো হয়। বিশ্বজিৎবাবুর অভিযোগ, “গাছের ডাল পরে তার ছিঁড়ে যায়। আর গ্যারেজের গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এই বিষয় কথা বলতে গেলে উত্তেজনা ছড়ায়। এমনকি যারা গাছ কাটছিল তারাই তাকে বেধড়ক মারধর করেন। এক্ষেত্রে স্বপন সমাদ্দার এবং পাপিয়া ঘোষ লোক পাঠিয়ে বিশ্বজিৎবাবুকে খুন করার চেষ্টা করছেন বলে অভিযোগ তুলেছেন।”
কর্পোরেশনের হয়ে যে কর্মীরা গাছ কাটতে গিয়েছিলেন তারাও পাল্টা অভিযোগ করেন যে, “বিশ্বজিৎবাবু গাছের একটি ডাল পড়ে তার ছিঁড়ে যাওয়ার কথা বলে বচসা শুরু করেন। আর তাদেরকে বেধড়ক মারধরও করেন।” দুই পক্ষের মধ্যে এই হাতাহাতির ঘটনায় পুলিশ দু’জনকে থানায় নিয়ে এসে জিজ্ঞ করেছেন।
Sponsored Ads
Display Your Ads Here