রাজ খানঃ বর্ধমানঃ নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই চলছে রাজনৈতিক প্রতিহিংসার তাণ্ডব। এবার বর্ধমানের গলসি ২ নম্বর ব্লকের গলসী বাজারে তৃণমূল অফিসে ব্যাপক ভাঙচুর হয়। অভিযোগের তীর বিজেপির দিকেই।
https://www.youtube.com/watch?v=w_oYzjAzUhs
Sponsored Ads
Display Your Ads Hereসূত্রের খবর অনুযায়ী জানা যায়, আচমকা বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তৃণমূলের পার্টি অফিসে ঢুকে পার্টি অফিসের টিভি, চেয়ার ও বাইক ভাঙচুর করে। এই ঘটনায় জেলার সহ সভাপতি নবকুমার হাজরা আহত হন। বিজয় ধারার নেতৃত্বে বিজেপির গুণ্ডা বাহিনী এই ঘটনাটি ঘটিয়েছে।
গলসী থানার পুলিশ ঘটনাস্থলে এসে নবকুমার হাজরাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় প্রচুর উত্তেজনা সৃষ্টি হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Herehttps://www.youtube.com/watch?v=swuETYWO_TQ
কিন্তু বিজেপি পুরো ঘটনাটি অস্বীকার করে তৃণমূলের ওপর অভিযোগের আঙ্গুল বর্তায়।