নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ তৃণমূলের মিছিলকে কেন্দ্র করে রণক্ষেত্র রাজধানী। দিল্লি পুলিশ কৃষি ভবন থেকে ধর্না তুলে দিতে রীতিমতো টানাহ্যাঁচড়া, চ্যাংদোলা করে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মহুয়া মৈত্র সহ তৃণমূল নেতাদের আটক করে নিয়ে যায়৷
আর নয়া দিল্লির মুখার্জী নগর থানার অধীনস্থ একটি ক্যাম্পে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র, ডেরেক ওব্রায়েন, সৌগত রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের নেতা-নেত্রীদের আটক করে বসিয়ে রাখে৷ তৃণমূলের একাধিক সাংসদ এবং মন্ত্রীদের সাথে পুলিশের ধস্তাধস্তিও হয়৷ এদিকে, মহুয়া মৈত্র ও শান্তনুু সেনের মতো তৃণমূল সাংসদরা নিজেদের সোশ্যাল মিডিয়ায় এই সমস্ত ভিডিয়ো পোস্ট করে দিল্লি পুলিশের এই অভব্যতার আচরণ তুলে ধরেছেন।
Sponsored Ads
Display Your Ads Here
যদিও বেশ কিছুক্ষণ পর সকলকে পুলিশ লাইন থেকে ছেড়ে দেওয়া হয়। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া পাওয়ার পরই আগামীকাল দুপুরবেলা ৩টের সময় এক লক্ষ মানুষকে নিয়ে রাজভবন অভিযানের ডাক দেন।
Sponsored Ads
Display Your Ads Here