নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ গতকাল ‘বন্দে মাতরম’ নিয়ে আলোচনার পর আজ সংসদের অভিমুখ এসআইআর (স্পেশাল ইনটেনসিভ রিভিশন) আলোচনার দিকেই ঘুরেছে। সংসদ সূত্রে জানা যাচ্ছে, বিরোধীদের দাবী মেনেই সংসদে দু’দিন ধরে এসআইআর আলোচনা চলবে। বিরোধী দলনেতা রাহুল গান্ধী লোকসভায় আলোচনা শুরু করতে চলেছেন। রাহুল গান্ধীর মাধ্যমেই এসআইআর নিয়ে আলোচনা শুরু হওয়ার কথা। কিন্তু কংগ্রেস সাংসদ মণীশ তিওয়ারী আলোচনা শুরু করবেন। পরে লোকসভার বিরোধী দলনেতা ওই আলোচনায় যোগ দেবেন।

উল্লেখ্য, বাদল অধিবেশন থেকেই দেশের বিরোধী শিবির ভোটার তালিকার নিবিড় পরিমার্জন নিয়ে সরব হয়েছে। বারবার এই নিয়ে আলোচনার দাবী জানিয়েছিল। এমনকি, শীতকালীন অধিবেশনের শুরুতেও এসআইআর আলোচনার পক্ষেই সওয়াল করেছিলেন। কিন্তু সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছিলেন, ‘‘সবটাই বিজনেস অ্যাডভাইজরি কমিটির সিদ্ধান্ত।’’

এদিকে, এসআইআর নিয়ে আলোচনার পূর্বে রাজ্যের শাসকশিবিরের সাংসদরা সংসদ চত্বরে এক মৌন প্রতিবাদ জানিয়েছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘বঙ্কিমদা’ সম্বোধনের বিরুদ্ধে তৃণমূল সাংসদরা সরব হয়েছেন। কারোর হাতে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছবি, কারোর হাতে আবার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি ছিল। কেউ মুখে কোনো শব্দ করেননি। কোনো শ্লোগান করেননি। শুধু সংসদ চত্বরের সামনে দাঁড়িয়ে মণীষীদের ছবি ও প্ল্যাকার্ড হাতে নিয়ে তৃণমূলের একেবারে মৌন প্রতিবাদ ছিল।
Sponsored Ads
Display Your Ads Here









