নিজস্ব সংবাদদাতাঃ কোচবিহারঃ কোচবিহারের মাথাভাঙার এক নম্বর ব্লকের জোরপাটকি গ্রামপঞ্চায়েত অফিসের সামনে দু’জনের মধ্যে চলা বচসা থামাতে গিয়ে ১ জন তৃণমূল কর্মীর মৃত্যু হয়েছে। মৃতের নাম সঞ্জয় বর্মণ। বয়স ৩৭ বছর। আর ধৃতদের নাম মান্টু বর্মণ ও অজয় বর্মণ। এই ঘটনায় এলাকায় শোরগোল পড়ে যায়। এছাড়া তৃণমূল কর্মীর মৃত্যুর ঘটনায় তৃণমূল সরব হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল মান্টু এবং অজয়ের মধ্যে গন্ডগোল বাধে। ওই সময় সঞ্জয় বচসা থামাতে গেলে তাকেই অভিযুক্তরা লোহার রড দিয়ে আঘাত করে। এরপর সঞ্জয় মাটিতে লুটিয়ে পড়েন। তারপরও সঞ্জয়কে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ ওঠে। মাথাভাঙা থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে মান্টু ও অজয়কে গ্রেফতার করে। আর সঞ্জয়কে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। এছাড়া এই ঘটনায় মান্টু এবং অজয় কোনো রাজনৈতিক দলের কর্মী কি না, তা নিয়ে প্রশ্ন ওঠে।
মৃতের পরিবারের দাবী, “শুধুমাত্র বচসা থামাতে যাওয়ায় খুনের ঘটনা ঘটেছে বলে মানা যাচ্ছে না। পরিকল্পনা করেই এমন নৃশংসভাবে খুন করা হয়েছে। অভিযুক্তদের শাস্তির দাবী জানানো হচ্ছে।” জোরপাটকি গ্রামপঞ্চায়েতের প্রধান পরেশচন্দ্র বর্মণ জানান, “অভিযুক্তরা কোনো পার্টির সঙ্গে যুক্ত বলে আমার মনে হয় না। তারা দুষ্কৃতী। সেই দুষ্কৃতীদের সর্বোচ্চ শাস্তি চাই।” এদিকে, এই ঘটনার কয়েক ঘণ্টা পর অভিযুক্ত মান্টু ও অজয়কে গ্রেফতার করা হয়। আর এদিন আদালতেও তোলা হবে। এই খুনের পিছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে, সঞ্জয়ের মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
Sponsored Ads
Display Your Ads Here