নিজস্ব সংবাদদাতাঃ মেদিনীপুরঃ পশ্চিম মেদিনীপুরের ডেবরায় চাকরী দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে দিলীপ পাত্র নামে এক জন তৃণমূল নেতাকে এলাকার বেশ কয়েক জন আদিবাসী সম্প্রদায়ের মানুষ জন ডেবরার তিন নম্বর অঞ্চলের সত্যপুর এলাকায় একটি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের পাশে একটি গাছে দড়ি দিয়ে বেঁধে ব্যাপক লাঠিপেটা করলেন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দিলীপ তৃণমূলের শ্রমিক সংগঠনের ডেবরা ব্লকের প্রাক্তন সভাপতি। তিনি বেশ কয়েক জন আদিবাসী ছেলে-মেয়েকে চাকরী দেওয়ার নাম করে টাকা নিলেও দিনের পর দিন গড়িয়ে যাওয়ার পরও কারোর চাকরী হয়নি। বেশ কয়েক জন টাকা ফেরতের দাবী জানালে তাতেও কর্ণপাত করেননি। যার ফলে এই মারধর করা হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
অনেকে জমি-বাড়ি বিক্রি করেও ছেলে-মেয়েদের চাকরীর জন্য টাকা দিয়েছিলেন। কিন্তু চাকরী না পাওয়ায় ওই হতদরিদ্র মানুষেরা ক্ষোভে ফেটে পড়েন। তবে পুলিশ এই ঘটনার খবর পেয়ে দিলীপকে উদ্ধার করেছে। কিন্তু এখনো অবধি এই ঘটনায় কেউ লিখিত অভিযোগ দায়ের করেনি।
Sponsored Ads
Display Your Ads Here
তৃণমূলের ব্লক সভাপতি বিবেকানন্দ মুখোপাধ্যায় এই প্রসঙ্গে জানান, ‘‘ব্লকের বাইরে আছি। একটা ঘটনা হয়েছে বলে শুনেছি। পুলিশকে বলেছি, বিষয়টি খতিয়ে দেখে তদন্ত করার জন্য।’’
Sponsored Ads
Display Your Ads Here