পিঙ্কি পালঃ দক্ষিণ চব্বিশ পরগণাঃ দক্ষিণ চব্বিশ পরগণার সাগর ব্লকের রুদ্রনগর এলাকায় বিদ্যালয়ে চাকরী দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগ তুলে পোস্টার পড়লো তৃণমূলের জেলা পরিষদ সদস্য তথা গঙ্গাসাগর-বকখালি উন্নয়ন পর্ষদের (জিবিডিএ) ভাইস চেয়ারম্যান সন্দীপ পাত্র ওরফে জিকো সহ এক জন প্রাথমিক শিক্ষকের নামে।
পোস্টারে অভিযোগ করা হয়েছে, ‘সুন্দরবন উন্নয়নমন্ত্রী বঙ্কিম হাজরার অনুপ্রেরণায় সন্দীপ ও ওই শিক্ষক মিডলম্যান হিসাবে প্রাথমিকে চাকরী দেওয়ার নাম করে সাগর বিধানসভা থেকে কোটি কোটি টাকা তুলে বেপাত্তা হয়ে গেছে।’ আর পোস্টারের নীচে লেখা, ‘সাগরদ্বীপবাসী।’
Sponsored Ads
Display Your Ads Here
কিন্তু বঙ্কিম হাজরার কথায়, ‘‘সামনে পঞ্চায়েত ভোট। মানুষের মন পেতে রাতের অন্ধকারে বিরোধীরা এই পোস্টার লাগিয়েছে। যদি কোনো দুর্নীতি হয়ে থাকে আর তাতে আমি জড়িত থাকি তাহলে আমার সামনে এসে তারা প্রমাণ দিক!’’
Sponsored Ads
Display Your Ads Here
সন্দীপের দাবী, ‘‘কে বা কারা এ সব করেছে বলতে পারব না। আমি সাগরে আছি, কোথাও পালিয়ে যাইনি। সামনে পঞ্চায়েত ভোট। বিরোধীরা পায়ের তলার মাটি ফিরে পেতে বিভিন্ন ভাবে চক্রান্ত করছে। সাহস থাকলে কারা পোস্টার সাঁটালো, নাম-পরিচয় দিক।’’ এদিকে আবার পোস্টারে নাম থাকা শিক্ষকের সাথে ফোনে যোগাযোগ করা যায়নি।
Sponsored Ads
Display Your Ads Here
স্থানীয় সিপিএম নেতা বিধান দাস জানান, ‘‘বাম আমলে সাগরদ্বীপ শিক্ষাক্ষেত্রে অগ্রণী ছিল। ২০১১ সালের পর থেকে শিক্ষা ক্ষেত্রে শুধুই দুর্নীতি। তারই ফলস্বরূপ এই পোস্টার।’’ বিজেপি নেতা অরুণাভ দাসের বলেন, ‘‘নেতা-মন্ত্রী থেকে শুরু করে আধিকারিকেরা দুর্নীতির অভিযোগে জেলে। সাগরের কোনো বাসিন্দা যদি তৃণমূল নেতাকে চাকরীর জন্য টাকা দিয়ে প্রতারিত হয়ে থাকেন, তাহলে তারা আদালতে যেতে পারেন।’’