নিজস্ব সংবাদদাতাঃ কোচবিহারঃ যতো দিন বাড়ছে নির্বাচনী ফলপ্রকাশের পরবর্তী রাজনৈতিক হিংসা-অত্যাচার ততোই বেড়ে চলেছে। এবার ঘটনাটি কোচবিহারের হরিণচড়ায় ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, তৃণমূলের পার্টি অফিস থেকে কর্মীরা এসে মহিলা সমিতির পূজো কমিটির ঘর ভাঙচুর করে। এছাড়া দুর্গা ঠাকুরের ফেস্টুন ভেঙে দিয়ে সেখানে তৃণমূলের পতাকা লাগিয়ে দিয়েছে। এই ঘটনাটিকে কেন্দ্র করে এলাকা জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
Sponsored Ads
Display Your Ads Herehttps://www.youtube.com/watch?v=F7noZpYr3Uo