পিঙ্কি পালঃ দক্ষিণ চব্বিশ পরগণাঃ নির্বাচনের আগেই এবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী কেন্দ্র ডায়মন্ড হারবারের বিষ্ণুপুর উত্তপ্ত হয়ে উঠেছে। এবার বিজেপি করার অপরাধে বিজেপির কর্মীদের বাড়িতে হামলা ও ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। এই ঘটনায় আজ ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ দাস ওরফে ববি আক্রান্ত বিজেপি কর্মী-সমর্থকদের সাথে দেখা করেন। তবে তৃণমূল হামলার অভিযোগ অস্বীকার করেছে।
বিষ্ণুপুর থানার অন্তর্গত আন্ধারমানিক গ্রাম পঞ্চায়েতের আলতাবেরিয়া গ্রামের বাসিন্দাদের একাংশের অভিযোগ, ‘‘বিজেপিকে সমর্থন করার অপরাধে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বেছে বেছে বিজেপি কর্মী-সমর্থকদের বাড়িতে মত্ত অবস্থায় চড়াও হয়ে গালিগালাজ, ধর্ষণের হুমকি দিচ্ছে। পাশাপাশি বাড়িতে ভাঙচুর চালাচ্ছে। কিন্তু পুলিশ এই ঘটনায় নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে।’’ বিজেপি প্রার্থী অভিজিৎ এই ঘটনা প্রসঙ্গে জানান, ‘‘গতকাল মোট আট জায়গায় এমন ঘটনা ঘটেছে। আমরা নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছি।’’
Sponsored Ads
Display Your Ads Here
এরপরেই নাম না করে তৃণমূল প্রার্থী তথা এলাকার বিদায়ী সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলেন, ‘‘ডায়মন্ড হারবারের বুক থেকে ভাইরাসকে হাঁটাতে হবে। এখানে মানুষের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে দিতে হবে। ডায়মন্ড হারবার কেন্দ্র কি ওঁর (অভিষেক বন্দ্যোপাধ্যায়) পৈতৃক সম্পত্তি?’’ অন্যদিকে, গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি পিন্টু সর্দার বলেছেন, ‘‘বিরোধী বিজেপি নাটক করে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে। এলাকা সারা বছর যেমন শান্ত ছিল, তেমনই থাকবে। বিজেপি চক্রান্ত করে মানুষকে ভুল বোঝাতে পারবে না।’’
Sponsored Ads
Display Your Ads Here