প্রচারে এসে হুমকি তৃণমূলের প্রার্থীর
সব্যসাচী মজুমদারঃ জলপাইগুড়িঃ জলপাইগুড়ি পাঁচটি বিধানসভার মধ্যে একটি হলো ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভা। ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভার এবারের তৃণমূলের প্রার্থী হয়েছেন বিদায়ী মন্ত্রী গৌতম দেব।
এদিন বিদায়ী পর্যটন মন্ত্রী তথা ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভার তৃণমূল প্রার্থী গৌতম দেবের প্রচারে চমকে ধমকে যাওয়া একটি ভিডিও ভাইরাল রয়েছে। তাতে দেখা যাচ্ছে যে, রাজ্যের বিদায়ী পর্যটন মন্ত্রী তথা ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভার তৃণমূল প্রার্থী গৌতম দেব একটি এলাকায় গিয়ে চমক-ধমক দিচ্ছেন।
যদিও পুরো বিষয়টি বিদায়ী পর্যটন মন্ত্রী তথা তৃণমূল প্রার্থী গৌতম দেব অস্বীকার করেছেন।
বৃহস্পতিবার বিকেলে চতুর্থ পর্বের প্রচার সেরে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ কোচবিহার থেকে জলপাইগুড়িতে এলেন। সেই বিষয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, “যেই রাজ্যের মুখ্যমন্ত্রী হুমকি দেন তাঁর মন্ত্রীরা হুমকি দেবে এটা স্বাভাবিক। কিন্তু মানুষ হুমকি উপেক্ষিত করে ভোট দিচ্ছে। আমরা বিষয়টি কমিশনে অভিযোগ জানাবো”।