নিজস্ব সংবাদদাতাঃ খড়দহঃ ফ্লেক্স লাগানোকে কেন্দ্র করে খড়দহ গির্জা মোড় এলাকায় বিজেপি ও তৃণমূলের সংঘর্ষ চরমে ওঠে। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে বিজেপি কর্মীদের ওপর মারধর করার অভিযোগ ওঠে।
জানা গিয়েছে, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা খড়দহ বিধানসভা উপনির্বাচনের বিজেপি প্রার্থী জয় সাহার ফ্লেক্স লাগানোকে কেন্দ্র করে বিজেপি কর্মীদের ওপর হামলা চালায়। এছাড়া ফ্লেক্সগুলি আগুনে পুড়িয়েও দেওয়া হয়।
বিজেপি প্রার্থী জয় সাহা এই খবর পাওয়ার পর খড়দহ থানায় এসে অভিযোগ দায়ের করেন। এরপর ঘটনাস্থলে আগুন লাগানো সমস্ত ফ্লেক্স দেখতে গেলে তার গাড়ির ওপর হামলা চালানো হয়। ইট দিয়ে গাড়ির কাঁচ ভাঙ্গা হয়েছে।
এই ঘটনায় তিন জন বিজেপি কর্মী আহত হওয়ায় তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে খড়দহ গির্জা মোড় এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।