নিজস্ব সংবাদদাতাঃ হাওড়াঃ আজ হাওড়ার দাসনগরের শিবপুর বিধানসভা কেন্দ্রে বিজেপির রাজ্য-সভাপতি শমীক ভট্টাচার্য ‘আরতি কটন মিলের’ মাঠে ‘নরেন্দ্র কাপ’ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করতে আসতেই তৃণমূল-কর্মী সমর্থকরা তুমুল বিক্ষোভ শুরু করেন। শ্লোগান পাল্টা শ্লোগানে এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিও চলে।
জানা যায়, শিবপুরের বিধায়ক তথা রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারির নেতৃত্বে একটি অস্থায়ী বিক্ষোভ মঞ্চ করা হয়। সেখানে কর্মী-সমর্থকরা গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে তারা কেন্দ্রের বিরুদ্ধে শ্লোগান তুলতে থাকেন। এরপর শমীক ভট্টাচার্যের গাড়ি এলাকায় ঢুকতেই তৃণমূল-কর্মী সমর্থকরা গাড়ি ঘিরে বিক্ষোভ শুরু করেন। তৃণমূলের মূলত দাবী, ‘‘এই কটোন মিল কেন্দ্রের অধীনস্ত। এখানে আংশিকভাবে কাজ হচ্ছে। তবে বাকি কারখানা বন্ধ রয়েছে। যে শ্রমিকরা এখানে কাজ করেন, তাদের স্বার্থ দেখা হচ্ছে না। বকেয়া বেতন ও বোনাসের ব্যাপারেও ভাবা হচ্ছে না। ফলে মিলের মাঠে খেলা হলেও, কেন্দ্রের নজরদারীর অভাব রয়েছে।’’ সেই কারণেই বিজেপির রাজ্য সভাপতিকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়।
এই বিক্ষোভের সময় শমীক ভট্টাচার্যের মনোজ তিওয়ারির সাথে আংশিক কথা হয়। পরবর্তীতে শমীক ভট্টাচার্যের গাড়ি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনের দিকে এগিয়ে যায়। তারপর জানান, “নরেন্দ্র কাপ টুর্নামেন্ট চলছে। কারণ আজ শিকাগো বক্তৃতার ঐতিহাসিক দিন। সেই সম্মান জানাতেই এই কাপের আয়োজন। আমার এখানে আসার উদ্দেশ্য কোনো রাজনৈতিক দলের বিরোধীতা করা নয়। মিল বন্ধ থাকলে সেটা খোলার জন্য শ্রমিকরা বিক্ষোভ তো দেখাবেনই। সে তো আমিও চাই।” অন্যদিকে, মনোজ তিওয়ারি বলেন, “নির্বাচন চলে এসেছে এখন দেখাতে এসেছে। কিন্তু আমাদের ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের উদ্যোগে বেলুড়মঠ থেকে বিবেকানন্দ কাপের উদ্বোধন শুরু হতে চলেছে। সেটা শুনে ওরাও এখানে চলে এসেছে।”
Sponsored Ads
Display Your Ads Here