অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ শনিবার অবধি বৃষ্টির পর আবার রবিবার সন্ধেবেলা থেকে গরম শুরু হয়েছিল। আর আজ সকালবেলা থেকে ভ্যাপসা গরমে পথচলতি মানুষজনও হাঁসফাঁসিয়ে উঠেছিল। তবে এরইমধ্যে আবহাওয়া দপ্তর জানিয়েছে যে, আজ শহরের কিছু অংশে বজ্র-বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি ও ঝোড়ো হাওয়া চলবে।
কলকাতার বিভিন্ন অংশে সারা দিনই বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। আকাশ মেঘলা থাকবে। আর আগামী কয়েক ঘণ্টার মধ্যে নদীয়া, হাওড়া, উত্তর চব্বিশ পরগণা এবং দক্ষিণ চব্বিশ পরগণাতেও হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এছাড়া লোক জনকে নিরাপদ স্থানে থাকার পরামর্শও দেওয়া হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
এদিন বাতাসে আর্দ্রতার পরিমাণ ৯৪ শতাংশ থাকার কারণে ভ্যাপসা গরম বেড়েছে। এদিন কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রী সেলসিয়াসের আশপাশে থাকবে। আর সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রী সেলসিয়াস থাকবে।
