নিজস্ব সংবাদদাতাঃ বর্ধমানঃ গতকাল পশ্চিম বর্ধমানের আসানসোলের ঊষাগ্রাম এলাকায় একটি বাইকের সঙ্গে নীল বাতির গাড়ির সংঘর্ষের জেরে গুরুতর আহত হয় ওই বাইক চালক। এই ঘটনাকে ঘিরে সমগ্র এলাকায় উত্তপ্ত পরিস্থিতি তৈরী হয়।
এই ঘটনার পর তড়িঘড়ি গুরুতর আহত অবস্থায় বাইক আরোহীকে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করানো হয়। এরপরেই উত্তেজিত জনতা গাড়িটির দিকে ইট ছোঁড়ে ও গাড়ি ভাঙচুর শুরু করে।
Sponsored Ads
Display Your Ads Here
আসানসোল দক্ষিণ থানার পুলিশ খবর পেয়ে বিশাল বাহিনী নিয়ে ঘটনাস্থলে এসে এলাকায় উত্তেজনামূলক পরিস্থিতি আয়ত্তে আনতে লাঠিচার্জ শুরু করে। এছাড়া কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়।
Sponsored Ads
Display Your Ads Here
এই দুর্ঘটনাকে কেন্দ্র করে কিছুক্ষণের জন্য জিটি রোডে যানচলাচল বন্ধ থাকে। এর জেরে নিত্যযাত্রীদের সাময়িক ভোগান্তির মধ্যে পড়তে হয়।
Sponsored Ads
Display Your Ads Here