চয়ন রায়ঃ কলকাতাঃ করোনা পরিস্থিতিতে অসংগঠিত শ্রমিক সংগঠনের সদস্যদের উপার্জন প্রায় তলানিতে ঠেকেছে। এই পরিস্থিতিতে আজ একটি বৈঠক ডেকেছিলেন মলয় ঘটক এবং ফিরহাদ হাকিম। কিন্তু অসংগঠিত শ্রমিক সংগঠন জানিয়েছেন, অসংগঠিত শ্রমিকদের সামাজিক সুরক্ষা নিয়ে কোনো সরকারী নতুন ঘোষণা না হওয়ায় ক্ষোভে ফেটে পড়লেন শ্রমিকরা। এই বৈঠকে কোনো সমস্যার সমাধান পাওয়া যায়নি আর তাতেই উত্তেজনা তুঙ্গে ওঠে। সমাবেশ শেষ হতে না হতেই স্টেডিয়ামের ভিতর বিক্ষোভ শুরু করেন তারা।
উপস্থিত মলয় ঘটক এবং ফিরহাদ হাকিম, ক্রেতা সুরক্ষামন্ত্রী সাধন পাণ্ডে, বিদ্যুৎ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের সামনেই চেয়ার ছোড়া হয় এমনকি তা ভাঙচুর করতে শুরু করেন। এরপর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সামনের রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখাতে শুরু করে তারা। স্টেডিয়ামের সামনে লাগানো ফ্লেক্স, ব্যানারও ছিঁড়তে থাকে তার পাশাপাশি গেট ভাঙতে উদ্যোগী হন বিক্ষোভকারীরা। এই অবরোধের প্রভাব পড়ে যান চলাচলও কিছুটা ব্যাহত হয়।
Sponsored Ads
Display Your Ads Hereখবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লালবাজার ও হেয়ার স্ট্রিট থানার বিশাল পুলিশবাহিনী উপস্থিত হয়। তারপর তারা চারিদিক ব্যারিকেড দিয়ে ঘিরে দেয়। কিন্তু সেই ব্যারিকেড ভেঙে এগোতে থাকে বিক্ষোভকারীরা। ফলে পুলিশের সঙ্গে হাতাহাতি শূরু হয়ে যায়। পুলিশের বিরুদ্ধে হেনস্তার অভিযোগে সরব মহিলা বিক্ষোভকারীরা।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম বলেছেন, “যে দাবি করেছেন তাঁরা তা মানা যায় না। মলয়দা দায়িত্ববান ব্যক্তি। তিনি ঠিক বিষয়টি সামলে নেবেন”।