নিজস্ব সংবাদদাতাঃ ঝাড়খণ্ডঃ গতকাল ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূমে গোলিকেরা ব্লকের সোয়ান গ্রামে হাতির হামলায় একই পরিবারের ৩ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে এক জন শিশু আছে। মৃতরা হলো কুন্দ্রা ভদা, মেয়ে কদমা ও ছেলে সামু। সূত্রের খবর, এই নিয়ে গত ছ’দিনে হাতির হামলায় ন’জনের মৃত্যু হয়েছে। আর হাতির হামলায় ছ’জন আহত হয়েছেন।

জানা যায়, যখন পরিবারের সদস্যরা ঘুমিয়ে ছিলেন তখনই হাতিটি হামলা চালায়। এই হামলায় বাড়িও ভেঙে গিয়েছে। আর কুন্দ্রা ভদা, কদমা ও সামুর মৃত্যু হয়েছে। তবে কুন্দ্রার স্ত্রী কোনোমতে নিজের প্রাণ বাঁচাতে পারলেও তাদের আরেক মেয়ে জিঙ্গি আহত হয়েছে। তার মাথায় গুরুতর আঘাত লেগেছে। এরপর দ্রুত তাকে রৌরকেল্লার হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। বন দপ্তরের আধিকারিকরা ওই হামলার খবর পাওয়ার পরে ঘটনাস্থলে পৌঁছান। আর মৃতের স্ত্রীকে কুড়ি হাজার টাকা সাহায্য করা হয়েছে। এছাড়া ওই পরিবারকে সরকারী নিয়ম মেনে ক্ষতিপূরণ দেওয়া হবে বলেও জানিয়েছেন।

বন দপ্তরের আধিকারিকদের দাবী, “হাতিটি দলছুট হওয়ার পরে এলাকার বিভিন্ন এলাকায় হামলা চালাচ্ছে। তাই হাতিটিকে জঙ্গলে ফেরত পাঠানোর চেষ্টা চালানো হয়। এই কাজে পশ্চিমবঙ্গের একটি বিশেষজ্ঞ দলকেও লাগানো হয়েছে। কিন্তু গতকাল রাত অবধি ওই হাতিটির সন্ধান পাওয়া যায়নি।” নিয়মিত ওই এলাকায় হাতি হামলা করতে থাকায় এলাকাবাসীরা আতঙ্কিত হয়ে পড়েছেন। এই হামলায় বাড়ি ছাড়াও জমির ফসল সহ ঘরে রাখা শস্যও নষ্ট হয়েছে। এর জেরে এলাকাবাসীরা উপযুক্ত পদক্ষেপ নেওয়ার দাবী জানিয়েছেন।
Sponsored Ads
Display Your Ads Here









