ব্যুরো নিউজঃ ভারতীয় তিন ক্রিকেটার অর্থাৎ অজিঙ্ক রহাণে, ইশান্ত শর্মা ও রবীন্দ্র জাডেজা আঘাত লাগার কারণে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচ থেকে বাদ পড়লেন। আজ বিসিসিআইয়ের পক্ষ থেকে এই কথা জানিয়ে দেওয়া হয়েছে।
ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে একটি বিবৃতিতে জানানো হয়েছে, অজিঙ্ক কানপুর টেস্টের শেষ দিন ফিল্ডিং করার সময় বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে সামান্য আঘাত পান। এখনও পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি। আপাতত বোর্ডের মেডিকেল টিমের নজরে রয়েছেন।
আর ইশান্ত কানপুর টেস্টের শেষ দিন বল করার সময় ডান হাতে আঘাত পান। তাই দ্বিতীয় টেস্টে তাঁকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। অন্য দিকে জাডেজাও ডান হাতে চোট পেয়েছেন। স্ক্যান করে দেখা গিয়েছে হাত ফুলে রয়েছে। তাই প্রথম একাদশ থেকে বাদ দেওয়া হয়েছে। তাদের প্রত্যেককে বোর্ডের মেডিকেল টিম পর্যবেক্ষণে রেখেছে।
অজিঙ্ক, ইশান্ত এবং জাডেজা বাদ পড়ার কথা জানা গেলেও তাঁদের পরিবর্তে প্রথম একাদশে কারা খেলবেন সেটা জানা যায়নি। অধিনায়ক বিরাট কোহলী দলে ফিরে গেলেও বাকি দুই জন ক্রিকেটার কারা হবেন সেটা একমাত্র টসের পরেই জানা যাবে।