ব্যুরো নিউজঃ নাগাল্যান্ডঃ নাগাল্যান্ডের ডিমাপুর জেলার বার্মা ক্যাম্পের পূর্ব ব্লকে ভয়াবহ আগুন লেগে মৃত্যু হয়েছে ৭০ বছর বয়সী ১ জন বৃদ্ধার। আর ঘর-বাড়ি পুড়ে যাওয়ায় মাথার উপরের ছাদ হারিয়ে উদ্বাস্তু হয়েছেন প্রায় হাজার খানেক বাসিন্দা। এছাড়া নিখোঁজ হয়ে গিয়েছেন বেশ কয়েকজন।
সূত্রের ভিত্তিতে জানা গিয়েছে, এলাকায় খড়ের তৈরী প্রচুর বাড়ি ছিল। কিন্তু আচমকা গ্যাস সিলিন্ডার ফেটে আগুন ছড়িয়ে যাওয়ায় ওই বাড়িগুলি একেবারে পুড়ে নষ্ট হয়ে যায়। দমকল কর্মীরা আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসে প্রায় তিন ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন৷
এই অগ্নিকাণ্ডের জেরে লক্ষাধিক টাকার সম্পত্তির ক্ষয়-ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য যে, এর আগে ২০১১ সালে ওই এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় তিন জন প্রাণ হারিয়েছিলেন।