ব্যুরো নিউজঃ ইউক্রেনঃ এবার রুশ বাহিনী মারিয়ুপোলে আটক ইউক্রেন সেনাকে আত্মসমর্পণের সময়সীমা দিয়েছে। আজ রুশ সেনা বাহিনীর তরফ থেকে ঘোষণা করা হয়েছে যে, ‘অবিলম্বে অস্তসমর্পণ না করলে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অনুগতদের চরম পরিণতির জন্য প্রস্তুত থাকতে হবে।’
এদিন দুপুরের মধ্যে যারা অস্ত্রসমর্পণ করবেন একমাত্র তারা প্রাণরক্ষার নিশ্চয়তা পাবেন বলে জানানো হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য যে, গতকাল ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস শ্মিহাল বলেছিলেন, ‘‘রুশ বাহিনীর বোমায় মারিয়ুপোল গুঁড়িয়ে গিয়েছে কিন্তু পতন ঘটেনি!’’
Sponsored Ads
Display Your Ads Here
রুশ সেনাবাহিনীর অনবরত হামলার মুখেও দক্ষিণ ইউক্রেনের বন্দর-শহর মারিয়ুপোল আত্মসমর্পণ করেনি। মারিয়ুপোলের মেয়র বাদিম বয়চেঙ্কোর অভিযোগ জানিয়েছিলেন যে, ‘‘একটানা কয়েক সপ্তাহ থেকে রুশ বাহিনীর হামলায় শহরের পরিকাঠামোর ৯০ শতাংশ ধ্বংস হয়ে গিয়েছে।’’
Sponsored Ads
Display Your Ads Here