নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ এবার মৌসম ভবন জানিয়েছে, নির্ধারিত সময়ের আগেই চলতি বছর দেশে বর্ষা ঢুকে পড়বে। আগামী ১৫ ই মে’র মধ্যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু ঢুকে পড়ার সম্ভাবনা রয়েছে।
এছাড়া জানা গিয়েছে, ১৫ ই মে’র মধ্যে দক্ষিণ আন্দামান সাগর ও সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর হয়ে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু দেশে ঢুকতে পারে।
Sponsored Ads
Display Your Ads Here
আর্থ সায়েন্সেসের প্রাক্তন সচিব এম রাজীবন নায়ার জানিয়েছেন, ‘‘সাধারণত ১৯ শে মে থেকে ২০ ই মে’র মধ্যে আন্দামান-নিকোবরে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু ঢোকে। আর চলতি বছর অন্তত এক সপ্তাহ আগে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু ঢুকে পড়ছে।’’
Sponsored Ads
Display Your Ads Here
এদিকে মার্চের শুরু থেকেই দেশের বিভিন্ন রাজ্যে তাপমাত্রার পারদ হু হু করে চড়েছে। কোনো কোনো রাজ্যে তাপপ্রবাহের মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে। অতএব প্রায় দু’মাস ধরে টানা হাঁসফাঁস গরমে যখন গোটা দেশে নাভিশ্বাস উঠছে সেই সময় বর্ষা এগিয়ে আসার খবর অনেকটাই স্বস্তিদায়ক।