নিউজ ডেস্কঃ “এক গাছ, হাজার ভাষা।” আপনি জানেন কি? এক ধরণের গাছ আছে যা অন্য গাছকে বিপদের বার্তা পাঠাতে পারে?
হ্যাঁ, আফ্রিকার সাহেল অঞ্চলে জন্মানো “অ্যাকাসিয়া” গাছ বিপদের সময় আশপাশের গাছগুলোর সাথে যোগাযোগ করে। যখন কোনো হরিণ বা জিরাফ এই গাছের পাতা খেতে আসে, তখন গাছটি নিজের পাতা তেতো করে ফেলে ও বাতাসে ইথাইলিন গ্যাস নির্গত করে।
অতএব, এই গ্যাস আশেপাশের গাছগুলোকে শত্রুর হাত থেকে বাঁচতে সতর্ক করে দেয়। ফলে পাশের গাছগুলো আগেই তাদের পাতায় বিষাক্ত পদার্থ তৈরী করে ফেলে। আর এটাকে বৈজ্ঞানিক ভাষায় “Plant Communication” বলা হয়। এমনকি অনেক গবেষকের কথায়, “গাছের নিজেদের স্মৃতি থাকে। তারা অনুভব করতে পারে, সিদ্ধান্ত নিতে পারে। এমনকি কিছুটা সময় ধরে শিখতেও পারে।”
Sponsored Ads
Display Your Ads Here