নিজস্ব সংবাদদাতাঃ চেন্নাইঃ কাফ সিরাপ খেয়ে মৃত্যু হচ্ছে শিশুদের। এখনও পর্যন্ত ১২ জন শিশুর মৃত্যুর খবর মিলেছে। আর এরপরই নড়েচড়ে বসেছে সরকার। বিভিন্ন রাজ্য সরকার নিষিদ্ধ করছে ওই ‘বিষাক্ত’ কাফ সিরাপ। এবার তামিলনাড়ুর ড্রাগ কন্ট্রোল ডিপার্টমেন্টও সতর্কতা জারি করল কোল্ডরিফ সিরাপ নিয়ে।
শ্রীসান ফার্মাসিউটিক্যালের তৈরি এই সিরাপ নিয়েই যত বিতর্ক। মধ্য প্রদেশ ও রাজস্থানে ১২ শিশুর মৃত্যু হয়েছে। মনে করা হচ্ছে, এই সিরাপ খাওয়ার পরই তাদের মৃত্যু হয়েছে। ল্যাবরেটরি পরীক্ষায় পাওয়া গিয়েছে যে এই সিরাপে ডায়থিলান গ্লাইকল নামক একটি ভয়ঙ্কর কেমিক্যাল মেশানো হয়েছে। এই কেমিক্যালের প্রভাবে কিডনি ফেলিওর, এমনকী মৃত্যু পর্যন্ত হয়।
আজ, ৪ অক্টোবর কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফেও জানানো হয়েছে যে কোল্ডরিফ সিরাপের নমুনা সংগ্রহ করা হয়েছে তামিলনাড়ুর ফ্যাক্টরি থেকে। এর মধ্যে অনুমতির লিমিটের বেশি ডায়থিলান গ্লাইকল ব্যবহার করা হয়েছে। তামিলনাড়ুর ড্রাগ কন্ট্রোল ডিপার্টমেন্টের তরফেও নির্দেশিকা জারি করে বলা হয়েছে ব্যাচ নম্বর এসআর-১৩ কোল্ডরিফ সিরাপ সেবন, কেনা, বিক্রির উপরে নিষেধ করা হচ্ছে। এই ব্যাচ তৈরি হয়েছে ২০২৫ সালের মে মাসে। ২০২৭ সালের এপ্রিল মাসে তা এক্সপায়ার করে যাবে।
Sponsored Ads
Display Your Ads Here
ড্রাগ কন্ট্রোল ডিপার্টমেন্টের তরফে বলা হয়েছে, ডায়থিলান গ্লাইকল মেশানো এই সিরাপ অত্যন্ত ভয়ঙ্কর। এই কেমিক্যাল বিষাক্ত এবং এর প্রভাবে বিষক্রিয়া, কিডনি ফেলিওর ও মৃত্যু হতে পারে। তামিলনাড়ুর রিটেলার, ডিস্ট্রিবিউটর, হাসপাতাল ও ফার্মাসিগুলিকে এই স্টক সরিয়ে ফেলতে বলা হয়েছে। যাদের কাছে এই সিরাপ রয়েছে, সেগুলি সঠিকভাবে বিনষ্ট করে দিতে বলা হয়েছে।