রায়া দাসঃ কলকাতাঃ আজ সকালবেলা দক্ষিণদাড়ির একটি বাড়ির ছাদে রাখা কাঠে আগুন লাগতেই ক্রমে তা ছড়িয়ে পড়ে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। অগ্নিকাণ্ডের আঁচ পেতেই স্থানীয়রা প্রথমে আগুন নেভানোর কাজে হাত লাগান।
পাশাপাশি দ্রুত দমকল বিভাগকে খবর দেওয়া হয়। এরপর দমকল কর্মীরা খবর পেয়ে চারটি ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায়। কিন্তু চারটি ইঞ্জিনকে কাজ করতে হয়নি। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে চলে আসে। ঘিঞ্জি এলাকায় আগুন যাতে বেশী ছড়িয়ে পড়তে না পারে, তাই গ্যাসের সিলিন্ডার বাড়ি থেকে বের করে আনা হয়েছিল। গত কয়েক দিনে কলকাতার বিভিন্ন জায়গায় বার বার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। লালবাজার সূত্রের খবর, গত দশ দিনে শহরে নথিভুক্ত অগ্নিকাণ্ডের সংখ্যা মোট আঠারোটি।