ব্যুরো নিউজঃ সিঙ্গাপুরঃ সিঙ্গাপুরের একটি বিয়ার প্রস্তুতকারী সংস্থার কাণ্ডে চক্ষু চড়কগাছ সুরাপ্রেমীদের। সম্প্রতি ওই দেশের জল সরবরাহকারী সংস্থা বাজারে ‘নিউব্রিউ’ নামক একটি অ্যালকোহলের ‘ব্র্যান্ড’ এনেছে। যা মূত্র ও নর্দমার জল পরিশুদ্ধ করেই তৈরী হয়েছে।
এই সংস্থার দাবী, ‘‘বিয়ার জাতীয় মদের প্রায় ৯০ শতাংশই জল। এই জলের মূল উপাদান ‘নিউটার’ নামক একটি জলীয় উপাদান যা নর্দমার জল পরিশুদ্ধ করে তৈরী হচ্ছে। বর্তমানে সিঙ্গাপুরে অত্যন্ত পরিমাণে পানীয় জলের সমস্যা হচ্ছে।
Sponsored Ads
Display Your Ads Here
তাই মূলত জলের অপচয় কমাতে এবং এই বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করতেই এই নয়া পদ্ধতি বেছে নেওয়া হয়েছে। অর্থাৎ এটি পৃথিবীর সবচেয়ে পরিবেশবান্ধব মদ। এই উপাদানটি কড়া পরীক্ষা-নিরীক্ষার পরই পানীয় হিসাবে ব্যবহৃত হবে। সিঙ্গাপুরের যেকোনো পানশালা ও বড়ো মদের দোকানে এই মদ পাওয়া যাবে।’’
Sponsored Ads
Display Your Ads Here