ব্যুরো নিউজঃ আফ্রিকাঃ করোনা পরিস্থিতির মধ্যেই এবার আফ্রিকায় মারবুর্গ ভাইরাস নামে আরো একটি ভাইরাসের আতঙ্ক ছড়িয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) মতে, “মারবুর্গ ভাইরাস অত্যন্ত সংক্রামক। মারণ ক্ষমতা প্রায় ৮৮ শতাংশ।”
ঘানার দক্ষিণাংশে আশাতি এলাকায় দু’জনের শরীরে এই ভাইরাসের প্রমাণ মিলেছিল। ইতিমধ্যে ওই দু’জনেরই মৃত্যু হয়েছে। চিকিৎসকরা জানান, এখনো অবধি মারবুর্গ ভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের শরীরে করোনা ভাইরাসের মতোই কিছু উপসর্গ পাওয়া গেছে। যার অন্যতম উপসর্গ হলো জ্বর, বমি ও প্রচণ্ড মাথা ব্যথা।
যদিও এই প্রথম নয়, এর আগেও গুয়ানাতে মারবুর্গ ভাইরাসের উপস্থিতি পাওয়া গিয়েছিল। বহু দশক আগে দক্ষিণ এবং পূর্ব আফ্রিকার বিভিন্ন দেশে এই মারবুর্গ ভাইরাসের উপস্থিতি লক্ষ্য করা গিয়েছিল।