নিজস্ব সংবাদদাতাঃ করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই আজ চেন্নাই সেন্ট্রাল স্টেশনের কাছে জনশতাব্দী এক্সপ্রেসের দু’টি চাকা লাইনচ্যুত হয়েছে। তবে এই ঘটনায় কেউ হতাহত হননি।
সূত্রের খবর, ট্রেনটি বিজয়ওয়াড়া থেকে আসছিল। কিন্তু যাত্রীদের চেন্নাই সেন্ট্রাল স্টেশনে নামানোর পর ট্রেনটিকে বাসিন ব্রিজ ওয়ার্কশপে নিয়ে যাওয়ার পথে দু’টি চাকা লাইনচ্যুত হয়। তবে ওই সময় ট্রেনে কোনো যাত্রী ছিলেন না। কিন্তু দুর্ঘটনাটি কি কারণে ঘটেছে তা রেলপুলিশ খতিয়ে দেখছেন।
করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার পর গত কয়েক দিনের মধ্যেই বেশ কয়েকটি ট্রেন লাইনচ্যুত হয়েছে। গত সোমবার ওড়িশার বারগড় জেলায় ডুংরি চুনাপাথর খনি ও বারগড়ে একটি সিমেন্ট কারখানার মধ্যে থাকা একটি ন্যারো গেজ লাইনে একটি মালগাড়ি লাইনচ্যুত হয়েছিল।
এছাড়া মঙ্গলবার রাতেরবেলা মধ্যপ্রদেশের জব্বলপুরে রান্নার গ্যাসবোঝাই মালগাড়ির দু’টি ওয়াগন লাইনচ্যুত হয়ে যায়। যদিও এই দু’টি ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।